আড়াই লাখে আইইএলটিএসের প্রশ্ন ফাঁসের ফাঁদ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ২০:৫০

ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইংরেজি ভাষায় দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। একজন ব্যক্তির ইংরেজি বিষয়ে কেমন দক্ষতা রয়েছে তা মূল্যায়ন করতে এই পরীক্ষা নেওয়া হয়। রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং—এসব বিষয়ের ভিত্তিতে এই পরীক্ষার ফলাফল মূল্যায়ন করা হয়। ইউরোপসহ বিশ্বের ‍উন্নত দেশগুলোতে বৈধভাবে পড়াশোনা ও কাজের ক্ষেত্রে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


তবে কোনো ধরনের দক্ষতা ছাড়াই মাত্র আড়াই লাখ টাকায় মিলছে আইইএলটিএসের প্রশ্ন! শুধু তা-ই নয়—দেওয়া হচ্ছে ন্যূনতম সাড়ে ৭ স্কোর পাওয়ার নিশ্চয়তা। অনলাইনে পরীক্ষার্থীদের প্রলোভন দেখিয়ে এমন প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। 


চক্রের অন্যতম হোতা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর এলাকার মো. খালেক চৌধুরীর ছেলে রেদুওয়ান চৌধুরী। মাত্র ২২ বছরের এই তরুণের দাবি, তিনি আইইএলটিএস পাসের শতভাগ নিশ্চয়তা দিতে পারেন। আর এভাবে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। বিকাশসহ নিজের নামে খোলা দুই বেসরকারি ব্যাংকে লেনদেনের তথ্য-প্রমাণও পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও