You have reached your daily news limit

Please log in to continue


শেবাগের মতে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত

নিজের সময়ে মারকুটে ব্যাটার হিসেবে বেশ সুনামই কুড়িয়েছিলেন ভারতের বীরেন্দ্রর শেবাগ। ২০১১ বিশ্বকাপে তার বিধ্বংসী ব্যাটিং ভারতকে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। ঘরের মাটিতে সেবার ২৮ বছর পর বিশ্বকাপের শিরোপা জয় করেছিল ভারত। ১২ বছর পর আরও একবার ভারতে ফিরছে বিশ্বকাপের আয়োজন। আর এবারেও শিরোপার দাবিদার দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।।

এবারের বিশ্বকাপে ভারতের শিরোপা স্বপ্নের বড় কাণ্ডারি রোহিত শর্মা-ভিরাট কোহলি। আগের আসরেও দারুণ ব্যাট করেছিলন টপঅর্ডারের এই দুই ব্যাটার। এবারেও তাদের ব্যাট থেকে রানের ফোয়ারা দেখতে উন্মুখ ক্রিক ভক্তরা। তবে এই দুজনের মাঝে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রোহিত শর্মাকেই এগিয়ে রাখছেন শেবাগ।    

বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের ইস্যুতে বীরেন্দ্রর শেবাগের মন্তব্য, ‘বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করবে কে, এটা যদি আমি বলি, তা হলে বলব, এই ক্ষেত্রে যেহেতু আমাকে এক জনের নাম করতে হবে, তাহলে আমি আমাদের অধিনায়ক রোহিত শর্মাকে বেছে নিবো। অনেকেই এই তালিকায় থাকতে পারত। কিন্তু আমি যেহেতু ভারতীয়, তাই একজন ভারতীয়কেই বেছে নেব। আর সেই কারণেই আমার পছন্দ রোহিত শর্মা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন