জাতীয় পার্কে নারীদের ঘুরতে যাওয়া নিষিদ্ধ করল আফগানিস্তান
আফগানিস্তানের জাতীয় উদ্যান বন্দ-ই-আমিরে নারীদের ঘুরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী তালেবান। ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর নারীদের অধিকার সীমিত করতে একের পর এক পদক্ষেপ নেয় তালেবান। সর্বশেষ নারীদের জাতীয় উদ্যানে ঘুরতে যাওয়া ঠেকাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
দেশটির পাপ ও পুণ্যবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ খালেদ হানাফি নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে বলেছেন, নারীরা উদ্যানের ভেতরে হিজাব পরছেন না। এই বিষয়ে একটি সমাধান না পাওয়া পর্যন্ত নারীদের জাতীয় উদ্যানে প্রবেশ নিষিদ্ধে ধর্মীয় আলেম ও নিরাপত্তা সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নারী
- নিষেধাজ্ঞা
- ঘুরতে যাওয়া