এক্সে তিন ঘণ্টার ভিডিও দেওয়া যাবে
গত বছরের অক্টোবরে এক্স (টুইটার) কেনার পরপরই ইলন মাস্ক জানিয়েছিলেন, ভিডিও নির্মাতাদের জন্য এক্সকে আরও বেশি আকর্ষণীয় করতে কাজ করবেন। এরই ধারাবাহিকতায় গত মে মাসে দুই ঘণ্টার ভিডিও আপলোডের সুযোগ চালু করে এক্স। তিন মাস পার না হতেই আবারও আপলোড করা ভিডিওর আকার বাড়ানোর ঘোষণা দিয়েছে খুদে ব্লগ লেখার ওয়েবসাইটটি। নতুন এ সুবিধা চালুর ফলে এক্সে অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহারকারীরা সর্বোচ্চ তিন ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও প্রকাশ (আপলোড) করতে পারবেন।
এক্সের তথ্যমতে, নতুন এ সুবিধায় ৭২০ পিক্সেল রেজল্যুশনে তৈরি সর্বোচ্চ তিন ঘণ্টার ভিডিও আপলোড করা যাবে। তবে ভিডিওগুলো ১০৮০ পিক্সেল রেজল্যুশনে তৈরি করা হলে সেগুলোর দৈর্ঘ্য হবে সর্বোচ্চ দুই ঘণ্টা।
অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহারকারীদের জন্য সম্প্রতি অন্যদের পোস্ট করা ভিডিও নামানোর সুযোগ চালু করেছে এক্স। শুধু তা–ই নয়, আকারে বড় ভিডিও দেখার সময় ফোনে বা এক্সে অন্য কাজ করার সুযোগ দিতে নিজেদের ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধাও হালনাগাদ করেছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ভিডিও আপলোড
- এক্স