![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-08%252Faabbbf5b-bde5-461a-b435-a5949b6cd76a%252FShah_Rukh_Khan_with_fans.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
শাহরুখ খানের বাসার সামনে হঠাৎ বিক্ষোভ, ৫ জন আটক
বলিউড তারকা শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে প্রতিদিন হাজারো ভক্তের ভিড় লেগেই থাকে। উদ্দেশ্য একটাই, প্রিয় তারকাকে সামনে থেকে একবার দেখা। প্রিয় তারকার প্রতি ভালোবাসা জানানোর ব্যাপারটা এখন যেন উৎসবের মতো হয়ে গেছে। সেই মান্নাতের সামনে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। গতকাল হঠাৎ প্রতিবাদে মুখর হলেন একদল তরুণ-প্রবীণ। অবস্থা বেগতিক দেখে একসময় ঘটনাস্থলে পুলিশকে আসতে হয়, যা শাহরুখের খানের জন্য ভীষণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। এ ঘটনার রেশ কত দূর যাবে, এখনই বলা যাচ্ছে না। শাহরুখ–ভক্তদের প্রশ্ন থাকতে পারে হঠাৎ আবার কী হলো। শাহরুখের বিরুদ্ধে কেন চটেছেন ভক্তরা। কেন পাঁচজনকে আটক করা হলো?
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস সূত্রে জানা গেছে, সম্প্রতি শাহরুখ খান ‘এ ২৩’ নামের একটি অনলাইন গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি এই অ্যাপের শুভেচ্ছাদূত। কাজের অংশ হিসেবে শাহরুখ খানকে অ্যাপের হয়ে প্রচারণা চালাতেও দেখা গেছে। গেমিং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার কারণে এই বিক্ষোভ করেছে ‘আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। শনিবার শুরু হওয়া এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে হিমশিম খেতে হয় পুলিশকে। পাঁচজনকে আটক করে পুলিশ।