ক্রিজে আসবেন, রান করবেন, ফিফটি বা সেঞ্চুরির পর ব্যাটটা উঁচিয়ে ধরবেন! বাবর আজমের ক্রিজে নামা মানেই যেন এই দৃশ্যের অবতারণা। কথাটা যে মোটেই বাড়িয়ে বলা হচ্ছে না, তা একটি পরিসংখ্যান দিলেই স্পষ্ট হবে।
বাবর সর্বশেষ ২১ ওয়ানডের ১৬টিতেই ফিফটি বা তার চেয়ে বেশি রান করেছেন। এর মধ্যে সেঞ্চুরি ৫টি, ফিফটি ১১টি। উড়তে থাকা এই বাবরই হতে পারেন এশিয়া কাপে প্রতিপক্ষ বোলারদের মাথাব্যথার প্রধান কারণ। টুর্নামেন্ট শুরুর আগে পাঁচ দলের অধিনায়ককে হয়তো প্রশ্ন করা হবে—পাকিস্তান অধিনায়ককে থামাবেন কে?
এশিয়া কাপের আগে পাকিস্তানের সর্বশেষ সিরিজ ছিল আফগানিস্তানের বিপক্ষে। এই সিরিজে প্রথম ম্যাচে কোনো রান না করেই আউট হলেও পরের দুই ম্যাচে ফিফটি পান বাবর। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান এর আগে সিরিজ খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। ঘরের মাঠের সেই সিরিজের ৫ ম্যাচে ২ ফিফটি ও ১ সেঞ্চুরি পাকিস্তান অধিনায়কের।