চীন ত্যাগ নীতির পরিণামে যুক্তরাষ্ট্রে বাড়ছে পণ্যের দাম

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ১৬:৫৪

ডোনাল্ড ট্রাম্প চীন থেকে মার্কিন ব্যবসা সরিয়ে আনার যে প্রক্রিয়া শুরু করেছিলেন, বাইডেন প্রশাসনও তা অব্যাহত রেখেছে। কিন্তু সে জন্য ভোক্তাদের মূল্য চোকাতে হচ্ছে।


সম্প্রতি ফেডারেল রিজার্ভ ইকোনমিক সিম্পোজিয়ামে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক না কেন, চীনের নেতৃত্বাধীন যে সরবরাহব্যবস্থা, তার ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা এখনো কমেনি। সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টার কারণে বরং ভোক্তাদের ক্ষতি হচ্ছে, কারণ পণ্যের দাম বেড়ে গেছে। খবর রয়টার্সের।


মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ, এরপর করোনাভাইরাস মহামারি ও ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর অনেকেই ভেবেছিলেন, বিশ্বায়নের প্রক্রিয়া বোধ হয় থমকে যাবে। কিন্তু বাস্তবতা হলো, এখনো বৈশ্বিক জিডিপির ৬০ শতাংশ বাণিজ্য থেকেই আসছে। কেন্দ্রীয় ব্যাংকারদের এক সম্মেলনে হার্ভার্ড বিজনেস স্কুলের লরা আলফারো ও ডার্টমাউথের টাক স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক ডেভিন চর নিজেদের গবেষণাপত্রে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও