৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন: অসুস্থ হয়ে হাসপাতালে ৭ শিক্ষার্থী

ডেইলি স্টার নীলক্ষেত প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ১৬:৪৪

রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলনরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের ৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্য ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


আজ রোববার দুপুরের দিকে তারা অসুস্থ হয়ে হাসপাতালে যান। 


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, নীলক্ষেত থেকে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। এরমধ্যে দুজন হেক্সিসল খেয়েছে বলে জানিয়েছে। তবে তাদের অবস্থা আশংকামুক্ত। তাদের দুজনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে তাদের ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও