গুনগুন করে সুর বাজালেও গান খুঁজে দেবে ইউটিউব
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ২২:৫৯
অনেক সময় আমাদের এমন হয় যে, গান হয়তো মনে পড়ছে তবে গানের কথা ঠিক মুখে আসছে না। এসময় সুর গুনগুন করে গাইলেও গানের কথা মনে করতে পারছেন না। আর কথা মনে না থাকায় সেটি ইউটিউবে খুঁজতেও পারছেন না। এবার এই সমস্যার সমাধান আনছে ইউটিউব।
টেক জায়ান্ট গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে যুক্ত হচ্ছে নতুন ফিচার। যেখানে আপনি গুনগুন করে সুর বাজালেও সেই গান খুঁজে দেবে ইউটিউব। কোনো ব্যবহারকারী কোনো গান গুনগুন করলে বা রেকর্ড করে শোনালেই সেই গানটি বের করে দেবে তারা।
মেটার মালিকানাধীন ফেসবুক বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। প্রায় সব বয়সী নারী পুরুষ ব্যবহার করছেন ফেসবুক। নিজের ব্যক্তিগত ও প্রিয় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে ভার্চুয়্যাল বন্ধুদের সঙ্গে শেয়ার করেন অনেকে। সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় আপডেট থাকায় নানান ঝামেলায় পড়তে পারেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে