শ্বশুর-শাশুড়িও আমার অভিনয়ের ভক্ত: চাষী আলম

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ২২:২৩

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় অভিনেতা চাষী আলম বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম তুলতুল। শুক্রবার (২৫ আগস্ট) রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।


‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু’ চরিত্রটি যেমন মজার, চাষী আলম ব্যক্তি জীবনেও দারুণ রসবোধসম্পন্ন মানুষ।


বিয়ের পরে অভিনেতা চাষী আলম তার স্বভাবসুলভ ভঙ্গিতে গণমাধ্যমকর্মীদের ‘কেমন আছেন এখন?’- প্রশ্নের জবাবে বলেন, আমি আগেও বলেছি বিয়ের পরও বলছি, সেই আগের মতোই আছি আমি। শুধু একটু পরিবর্তন, চার সদস্যের আমার পরিবারে একজন সদস্য বেড়েছে।


তিনি আরও বলেন, এখন আমরা পাঁচজন হয়ে গেলাম। মনে হচ্ছে এত অল্প সময়েই আমার বউ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মিশে গেছে। আমার ছোট বোনের সঙ্গে ওর বন্ধুর সম্পর্ক তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও