![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-08%2F97bd96a0-f5a9-4e3f-8298-d33231f1293c%2Fbtv_nazrul_260823_01.jpg?rect=0%2C0%2C1024%2C576&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=800)
নজরুল প্রয়াণ দিবসে বিটিভির আয়োজন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ২১:২১
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস (২৯ অগাস্ট) স্মরণে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে গান, কবিতা ও আলোচনার সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান।
নোমান হাসান খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ড. সৌমিত্র শেখর। প্রচারিত হবে রোববার রাত ১০টা ২০ মিনিটে।
বিটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছেন মাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম ও নায়লা তারানুম চৌধুরী।
গান গেয়েছেন প্রিয়াংকা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রি, ছন্দা চক্রবর্তী, ইয়াসমিন মুশতারি, শেখ জসিম উদ্দিন ও মিরাজুল জান্নাত সোনিয়া।