ওয়াগনার যোদ্ধাদেরকে আনুগত্যের শপথ নেওয়ার আদেশ পুতিনের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ২১:০৮

ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বহনকারী বিমান বিধ্বস্তের ঘটনার পর এবার এবার দলটির যোদ্ধাদের রাশিয়া রাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথনামায় সই করার আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


তাৎক্ষণিকভাবে আদেশ কার্যকর করতে শুক্রবার তিনি এ সংক্রান্ত ডিক্রি জারি করেন। ওয়াগনার যোদ্ধাদের বাধ্যতামূলকভাবে আনুগত্যের শপথনামায় সই করানোর মানে এই বাহিনীকে স্পষ্টতই রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা হচ্ছে।


ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত পুতিনের ওই ডিক্রিতে বলা হয়েছে, ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযানে’ যারা সেনাবাহিনীর হয়ে কাজ করছেন অথবা সহায়তা করছেন তাদেরকে বাধ্যতামূলকভাবে রাশিয়ার প্রতি আনুগত্যের হলফনামায় সই করতে হবে।”


রাশিয়ার প্রতিরক্ষায় আধ্যাত্মিক ও নৈতিক ভিত গড়ে তোলার ধাপ হিসাবে ডিক্রিতে বলা হয়েছে, শপথ গ্রহণ করা যোদ্ধাদেরকে কমান্ডার ও উর্ধ্বতনদের নির্দেশ কঠোরভাবে মেনে চলার প্রতিশ্রুতি দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও