রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের অবিচ্ছেদ্য অংশ
রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার। একইসঙ্গে তারা বলেছে, তারা রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়।
রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংসতার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে শুক্রবার দেশটির জাতীয় ঐক্য সরকারের দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
এতে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত ভয়াবহ নৃশংসতার ষষ্ঠ বার্ষিকী অত্যন্ত দুঃখের সঙ্গে স্মরণ করছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার।