মধ্যপ্রাচ্যে ভিন্ন মতাবলম্বীদের দমনে এআই ব্যবহারের শঙ্কা

প্রথম আলো প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ১৭:৩৬

খালাফ আল-রোমাইথি নামের এক ব্যক্তি গত মে মাসে তাঁর ছেলের স্কুল খুঁজতে তুরস্ক থেকে জর্ডান গিয়েছিলেন। কিন্তু সেখানে ডিজিটাল বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করে তাঁকে গ্রেপ্তার করে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পাঠানো হয়। সেখানে এখন তিনি ১৫ বছরের কারাভোগ করছেন।


৫৮ বছর বয়সী আল-রোমাইথি তুরস্কের পাসপোর্ট নিয়ে জর্ডান গিয়েছিলেন। কিন্তু আম্মান বিমানবন্দরের ডিজিটাল বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতি তাঁর চোখের আইরিশ পরীক্ষা করে শনাক্ত করে, সংযুক্ত আরব আমিরাতে একটি মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত। ২০১৩ সালে আরব আমিরাতের নেতৃত্বের সমালোচনা করার অভিযোগে ৯৪ জন ব্যক্তির বিচার হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ওই বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।


বেসরকারি সংস্থা ‘এমিরেটস ডিটেইনিস অ্যাডভোকেসি সেন্টারের’ পরিচালক হামাদ আল-শামসি আইরিশ স্ক্যান করে আল-রোমাইথির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তবে তাঁর বায়োমেট্রিক তথ্য কীভাবে জর্ডানের কাছে গেল, সে ব্যাপারে কেউ নিশ্চিত নয়। তবে শামসির ধারণা, আরব আমিরাত এই তথ্য জর্ডানকে দিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও