রোহিঙ্গা ক্যাম্পে ‘আরসা’র অর্থের উৎস, অস্ত্র তৈরি-বিক্রির চমকপ্রদ তথ্য

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ১৪:৩১

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরসা’র জন্য বিদেশ থেকে রোহিঙ্গা ক্যাম্পে অর্থ আসার তথ্য ফাঁস করে দিয়েছে র‍্যাবের হাতে গ্রেফতার সংগঠনটির শীর্ষ নেতা মাওলানা মোহাম্মদ ইউনুস। র‍্যাবের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে টাকা আসে।


শুক্রবার (২৫ আগস্ট) বিকালে র‍্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মেজর জামিলুল হক এ তথ্য জানান।


মেজর জামিল জানান, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার জেলাজুড়ে হত্যা, লাশ গুম, অপহরণ, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ মাথাচাড়া দিয়ে উঠেছে। যেখানে ক্যাম্প ঘিরে গড়ে উঠেছে নানা সন্ত্রাসী সংগঠন। এর মধ্যে অন্যতম একটি দল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। তাদের নানা অপরাধ ক্যাম্পে বিস্তার করেছে ব্যাপকভাবে। ফলে অস্থিতিশীল পরিবেশ পুরো ক্যাম্প। বিভিন্ন সময় একাধিক অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অনেকে আটক হলেও নির্মূল হয়নি সংগঠনটি। এবার অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী ও অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউনুসকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও