এমটিএফই কেলেঙ্কারি: দায় কার
ডেইলি স্টার
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ১৪:১৭
এমটিএফইর আর্থিক কেলেঙ্কারিতে বিপর্যস্ত হয়েছেন হাজারো বাংলাদেশি। অথচ এর দায় নিচ্ছে না সরকারের কোনো সংস্থা।
দুবাইভিত্তিক অ্যাপ্লিকেশন মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপের (এমটিএফই) ছিল লোভনীয় অফার। শরীয়াহ-সম্মত প্ল্যাটফর্ম হিসেবে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এতে বিনিয়োগ করে ক্রিপ্টোকারেন্সি, বৈদেশিক মুদ্রা লেনদেন ও বিভিন্ন পণ্য কিনে লাভবান হওয়ার প্রলোভন দেখানো হয় সাধারণ মানুষদের।
বাংলাদেশ ছাড়াও নাইজেরিয়া ও শ্রীলঙ্কায় অসংখ্য মানুষ বিনিয়োগ করেছেন এই প্ল্যাটফর্মে। এটি অনেকটা পঞ্জি স্কিমের মতোই ছিল। বিনিয়োগকারীরা নতুন কাউকে দিয়ে বিনিয়োগ করাতে পারলে অতিরিক্ত বোনাস পাবেন, এমন অফারও ছিল।
লোভে পড়ে বিনিয়োগের নামে বাংলাদেশের উপজেলা বা গ্রাম পর্যায়ের কয়েক হাজার মানুষের কোটি কোটি টাকা চলে যায় এমটিএফইতে।