চীনে বাজার হারানোর শঙ্কায় এনভিডিয়া
বণিক বার্তা
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ১১:৫০
যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্যবিরোধ চলমান। দুটি দেশই প্রতিনিয়ত নতুন সব উদ্যোগ নিচ্ছে ও নিষেধাজ্ঞার পরিধি বাড়াচ্ছে। দুটি দেশের এ দ্বৈরথ বৈশ্বিক প্রযুক্তি খাতেও বিরূপ প্রভাব ফেলছে
উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ে প্রভাবিত হয়েছে এবং স্মার্টফোন বাজার থেকে বড় হিস্যা হারিয়েছে। বর্তমানে এনভিডিয়াও একই ধরনের ঝুঁকিতে রয়েছে। খবর গিজমোচায়না।
এক সতর্কবার্তায় কোম্পানিটি জানায়, যুক্তরাষ্ট্র যদি চিপ রফতানিতে আরো কঠোর বিধিনিষেধ আরোপ করে তাহলে কোম্পানিটি চীনে ব্যবসা পরিচালনায় বড় লোকসানের মুখে পড়বে।
এনভিডিয়া জানায়, এরই মধ্যে চীনে উচ্চক্ষমতার কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ রফতানি বন্ধে বাইডেন প্রশাসনের নির্দেশনা পেয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে ডাটা সেন্টার ও অন্যান্য অ্যাপ্লিকেশনে ব্যবহৃত কম শক্তিশালী চিপ বিক্রিও বন্ধ হয়ে গেছে।