চাল রপ্তানির লাগাম টানছে মিয়ানমারও
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩, ১৯:২৭
অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতের পর মিয়ানমারও চাল রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে।
দেশটির রাইস ফেডারেশনের এক জ্যেষ্ঠ সদস্য রয়টার্সকে বলেছেন, “এ মাসের শেষ থেকে ৪৫ দিনের জন্য চাল রপ্তানি আমরা সাময়িকভাবে সীমিত করতে চাই।”
অভ্যন্তরীণ বাজারের চালের দাম চড়তে থাকায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানান তিনি।
বিশ্বের পঞ্চম বৃহত্তম চাল রপ্তানিকারক মিয়ানমার বছরে ২০ লাখ টনের বেশি চাল রপ্তানি করে থাকে বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়।