পুরোনো মোবাইল ফোন কাজে লাগানোর উপায়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩, ১১:৫৮
বাজারে পছন্দের ব্র্যান্ডের ফোন এলেই সেটি কেনার জন্য অস্থির হয়ে ওঠেন অনেকে। এক্ষেত্রে আগের ফোনটি বিক্রি করে দেন কিংবা ঘরেই ফেলে রাখেন। ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি করা মোটেই নিরাপদ নয়, নানান ঝামেলায় পড়তে হয়। এক্ষেত্রে পুরোনো ফোনটিকে বিভিন্নভাবে কাজ লাগাতে পারেন।
এই যেমন ধরুন, পুরোনো মোবাইল ফোনটিকে ঘরের সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারেন। বই বা জরুরি পিডিএফ স্টোরের কাজেও ব্যবহার করতে পারেন। আবার চাইলে এটিকে ডিজিতাল একটি ফটোফ্রেম বানিয়ে নিতে পারেন।
স্মার্টফোন ছাড়াও ঘরে যদি পুরোনো ট্যাবলেট থাকে তবে এটি আরও ভালো হবে। অর্থাৎ এখন আপনি আপনার ট্যাবলেট বা স্মার্টফোনকে ডিজিটাল ফ্রেমে পরিণত করতে পারবেন। এই ডিজিটাল ফ্রেমে আপনি যত খুশি ছবি রাখতে পারবেন। এই ফটোগুলি সময়ে সময়ে অটোমেটিকভাবে পরিবর্তিত হতে থাকবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন
- মোবাইল