ঢাকার প্রথম স্পোর্টিং ক্লাব: 'ওয়ারী'র বাঁচা মরার গল্প!

www.tbsnews.net প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩, ১১:৫৬

ঢাকায় প্রতিষ্ঠিত প্রথম ক্লাব কোনটি? প্রশ্নটি শুনলেই আমাদের মনে প্রথমেই আসে আবাহনী, মোহামেডান কিংবা ভিক্টোরিয়ার নাম। আর আসবেই না কেন? গত শতাব্দীর শেষার্ধে ঢাকার ক্লাব ফুটবলে আবাহনী-মোহামেডান দ্বৈরথ যে পৌঁছেছিল চরমে! কিন্তু এ ক্লাব দুটি প্রতিষ্ঠার অনেক আগেই ওয়ারী এলাকার প্রতিষ্ঠিত হয়েছিলো ঢাকার প্রথম স্পোর্টিং ক্লাব। মতিঝিল ক্লাব পাড়ায় কান পাতলে আজও শোনা যায় সেই ক্লাবের নাম। তা এখন কী অবস্থায় রয়েছে ক্লাবটি?


মতিঝিল শাপলা চত্ত্বর থেকে ক্লাব পাড়ার গলি ধরে এগুলে প্রথমেই দেখা পাওয়া যায় মোহামেডান ক্লাবের। এরপরেই ভিক্টোরিয়া। আরেকটু সামনে হাঁটলে চোখে পড়ে 'ওয়ারী স্পোর্টিং ক্লাবের' মূল ফটক। তাতে প্রতিষ্ঠার সময়কাল লেখা ১৮৯৮। ক্লাবটির বয়স এখন ১২৪ বছর! সে হিসেবে ঢাকা শহর তো বটেই, এটি উপমহাদেশের প্রথম দিককার ক্লাবগুলোর মধ্যে একটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও