কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রযুক্তির এই দিনে: লিনাক্সের কথা প্রথম জানালেন লিনাস টরভ্যাল্ডস

প্রথম আলো প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩, ১১:৪৮

২৫ আগস্ট ১৯৯১
অনলাইন বার্তায় প্রথম লিনাক্সের কথা জানালেন লিনাস টরভ্যাল্ডস
ফিনল্যান্ডের ২১ বছর বয়সী ছাত্র লিনাস বেনেডিক্ট টর‌ভ্যাল্ডস একটি অনলাইন লেখার মাধ্যমে উন্মুক্ত সোর্সকোডভিত্তিক অপারেটিং সিস্টেম লিনাক্সের ঘোষণা দেন। ১৯৯১ সালের ২৫ আগস্ট তিনি প্রথম লিনাক্স কার্নেলের কথা জানালেন।


লিনাক্সের ০.০১ সংস্করণ ছাড়া হয় ১৯৯২ সালের ১৭ সেপ্টেম্বর। এই লিনাক্স কার্নেল জিএনইউর আওতায় আবার লাইসেন্সপ্রাপ্ত হয়। এভাবে লিনাক্সের প্রথম সংস্করণ তৈরি হয়। লিনাস টর‌ভ্যাল্ডসের জন্ম ১৯৬৯ সালের ২৮ ডিসেম্বরে ফিনল্যান্ডের হেলসিংকিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও