কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিসিএস নিয়ে এত মাতামাতি কি ঠিক হচ্ছে

প্রথম আলো আনিসুল হক প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩, ১০:৩২

আমাদের ছোটবেলায় আমরা খবরের কাগজে দেখতাম, মাধ্যমিক পরীক্ষায় কিংবা উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ছবি বের হতো, খবর বের হতো। এদের বলা হতো স্ট্যান্ড করা।এখন সংবাদমাধ্যমগুলো, বিশেষ করে অনলাইনে, প্রতিযোগিতা দিয়ে ছাপা হচ্ছে বিসিএস পরীক্ষায় ভালো করা ব্যক্তিদের খবর, সাক্ষাৎকার, কাহিনি।


অন্যদিকে সমালোচনাও শুরু হয়েছে, বিসিএস পরীক্ষায় কেউ ভালো করলেই তাঁর খবর সংবাদমাধ্যমে ফলাও করে প্রচার করতে হবে কেন? বিসিএস কবে থেকে সমাজের জন্য ‘আদর্শ’ হয়ে উঠল? বিসিএস সমাজে ‘আদর্শ’ হয়ে উঠেছে কি না, জানি না, ‘আকর্ষণীয়’ ও ‘আদরণীয়’ যে হয়ে উঠেছে, তার প্রমাণ তো দেখতেই পাচ্ছি। ২০২৩ সালে ৪৫তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পর্যায়ে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। অবশ্য ফরম পূরণ করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও