ঘৃণাবিস্তারী বিজ্ঞাপন ইউরোপে প্রচার ‘মেটার অনুমতিতেই’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ১৮:২৬
ফেইসবুকে প্রচারিত ঘৃণাবিস্তারী বিজ্ঞাপন ও সহিংস কনটেন্টের বিস্তৃতি কোম্পানির অনুমোদনেই ঘটছে বলে অভিযোগ উঠেছে।
নতুন এক গবেষণায় এমনই আটটি বিজ্ঞাপনের কথা উঠে এসেছে। এগুলো বানানো হয়েছে ইউরোপের দর্শকদের লক্ষ্য করে। অভিযোগ, কোম্পানির ঘৃণামূলক ও সহিংস কনটেন্ট সংশ্লিষ্ট নীতিমালা লঙ্ঘন করলেও সেগুলোতে অনুমোদন দিয়েছে মেটা।
গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছে অলাভজনক সংস্থা ‘একো’। এ সপ্তাহের শেষ নাগাদ ইউরোপে ‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)’ কার্যকর হওয়ার আগ মূহুর্তে বিভিন্ন সামাজিক মাধ্যম কোম্পানির মডারেশন কার্যক্রমে দ্বৈত ভূমিকা রাখার বিষয় এতে উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।