কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এক কাগজের ব্যাগে পাওয়া গেল ২০০ বছরের প্রাচীন কোরআন

www.tbsnews.net প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ১৮:০০

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বো কাপ শহরের এক মসজিদে সংরক্ষিত রয়েছে ২০০ বছরেরও বেশি সময় পুরনো কোরআন শরিফের একটি অনুলিপি। আফ্রিকার দক্ষিণ প্রান্তে নির্বাসিত হওয়া ইন্দোনেশিয়ার এক ইমামের হাতে লেখা কোরআনের অনুলিপিটি ১৯৮০'র দশকে জীর্ণশীর্ণ এক কাগজের ব্যাগের মধ্যে আবিষ্কৃত হয়। খবর বিবিসির।


আশির দশকের মাঝামাঝি সময়ে সংস্কারের কাজের সময় নির্মাণকারীরা বো কাপ শহরের আউয়াল মসজিদের চিলেকোঠায় কোরআনটি খুঁজে পান।


গবেষকদের বিশ্বাস, তুয়ান গুরু (শিক্ষক) নামে পরিচিত ইমাম আবদুল্লাহ ইবনে কাদি আবদুস সালাম নিজ হাতে কোরআনের এই অনুলিপি লিখেছিলেন। ডাচ উপনিবেশের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে শাস্তিস্বরূপ ১৭৮০ সালে ইন্দোনেশিয়ার তিডোর দ্বীপ থেকে রাজনৈতিক বন্দী হিসাবে তুয়ান গুরুকে কেপটাউনে নির্বাসিত করা হয়। এরপরেই কোনো এক সময়ে তিনি নিজের স্মৃতি থেকে কোরআনের এই অনুলিপিটি রচনা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে