আপনার হাঁচিতে দুর্গন্ধ হলে আজই সাবধান!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ১২:৫৪

হাঁচিতে দুর্গন্ধ হয় এবং সেটি বেশিরভাগ সময়ই আমরা খেয়াল করি না। আর সেই দুর্গন্ধ হাঁচির পিছনে রয়েছে মারাত্মক এক রোগ। প্রথমেই জানা দরকার গন্ধ হাঁচির কারণ কী?


নাকের গহ্বরে জ্বালা, কাশি, সংক্রমণ, অ্যালার্জির কারণে সাধারণত বিরক্তিকর অ্যালার্জেনগুলি (যেমন পরাগ বা ধূলিকণা), পরিবেশ দূষণকারী বা জীবাণু যেমন ভাইরাস বাতাসের সঙ্গে জোরে বেরিয়ে যায়। এককথায়- আপনার শরীর যে জিনিসগুলি দূর করতে চায়, তা হাঁচির মাধ্যমে বের করে দেয়।


আমাদের নাক পরিষ্কার করার বা "রিসেট" করার একটি প্রাকৃতিক উপায় হচ্ছে হাঁচি। কিন্তু এমন কিছু সময় আছে যখন হাঁচিতে দুর্গন্ধ হয়, তাই গন্ধের উৎপত্তি এবং এর অর্থ কী তা পরীক্ষা করার প্রয়োজন হতে পারে।


বিশেষজ্ঞরা বলেন, গন্ধ হাঁচির কারণ হতে পারে মুখে দুর্গন্ধ, টনসিলে পাথর, সাইনোসাইটিস, ফ্যাস্টোসমিয়া এবং প্যারোসমিয়া, মুখের সংক্রমণ, নির্দিষ্ট কিছু খাবার। গন্ধেরও প্রকারভেদ রয়েছে। কখনও তা মিষ্টি, কখনও টক এবং বেশিরভাগ সময় অ্যামোনিয়ার মতো ঝাঁঝাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও