পুতিনের নির্দেশেই প্রিগোজিনের মৃত্যু: সাবেক সিআইএ কর্মকর্তা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ০৯:১৭
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন নিহত হয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক সিআইএ কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান। সিআইএ-র মস্কো স্টেশনের সাবেক এই প্রধান বলেছেন, হত্যা করার সুযোগ তৈরির জন্যই বিদ্রোহের পরও প্রিগোজিনকে গ্রেফতার করা হয়নি।
মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার সময় টাভার অঞ্চলে বুধবার বেসরকারি মালিকানাধীন একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে ৩ ক্রুসহ দশ জন নিহত হয়েছেন। ওই উড়োজাহাজের যাত্রী তালিকায় রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ছিলেন।
রয়টার্স নিউজ এজেন্সিকে হফম্যান বলেন, ‘জুনে ব্যর্থ বিদ্রোহের পরও প্রিগোজিনকে গ্রেফতার করা হয়নি। প্রিগোজিনকে স্বাধীনতাভাবে চলাফেরার সুযোগ দেওয়া হয়েছিল, যেন এই সুযোগে তারা তাকে সরিয়ে দিতে পারে।’