মহাকাশে ইতিহাস! বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের ‘কুমেরু’ জয় করল ভারত, সফল অভিযান চন্দ্রযান-৩
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ১৮:৩৫
চাঁদের মাটিতে পা রাখল ল্যান্ডার বিক্রম। তৈরি হল ইতিহাস। ইসরোর অফিসে খুশির জোয়ার।
অবতরণ দেখছেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন। বুধবার সেখান থেকেই তিনি বিক্রমের অবতরণ প্রত্যক্ষ করছেন। বিজ্ঞানীদের উৎসাহ দিতে ইসরোর সরাসরি সম্প্রচারে যোগ দিয়েছেন তিনি।
চলছে রাফ ব্রেকিং পর্যায়
৩০ কিলোমিটার থেকে বিক্রমের উচ্চতা কমিয়ে প্রথমে ৭ কিলোমিটারে আনা হবে। এই পর্যায়টিকে রাফ ব্রেকিং বলা হচ্ছে।