![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-07%2Ffe0aa904-f379-4e48-9853-f4f5266c3817%2Fthreads_meta_reuters_170723_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=640)
থ্রেডসের ওয়েব সংস্করণ চালু করল মেটা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ১৬:৩২
পেশাজীবী ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে ধরে রাখা ও প্রতিদ্বন্দ্বী সামাজিক মাধ্যম এক্স-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সুবিধা পাওয়ার লক্ষ্যে এবার থ্রেডস অ্যাপের ওয়েব সংস্করণ চালুর ঘোষণা দিয়েছে মেটা।
মঙ্গলবারের ঘোষণায় মেটা প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ব্যবহারকারীরা এখন থেকে নিজের কম্পিউটার ব্যবহার করেই থ্রেডস অ্যাপের ওয়েব সংস্করণে কাজ করার সুযোগ পাবেন।
থ্রেডসে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছাবে ‘আসন্ন দিনগুলোর মধ্যে’।
নতুন সংস্করণ চালু করায় বিভিন্ন ক্ষমতাধর ব্র্যান্ড, কোম্পানি অ্যাকাউন্ট, বিজ্ঞাপনদাতা ও সংবাদকর্মীদের কাছে অ্যাপটির গ্রহণযোগ্যতা বেড়ে যেতে পারে। তুলনামূলক বড় স্ক্রিনে সামাজিক মাধ্যমটি ব্যবহারের সুবিধাকে এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।