জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মা–বাবার পর শিশুটিরও মৃত্যু
রাজধানীর জুরাইনে গ্যাসলাইনের লিকেজ (ছিদ্র) থেকে বিস্ফোরণের আগুনে দগ্ধ মা–বাবার পর তাঁদের শিশুসন্তানও মারা গেছে।
মারা যাওয়া শিশুটির নাম আফসানা (৫)। আজ বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
আফসানার মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। তিনি বলেন, শিশুটির শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
একই ঘটনায় এই ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট মারা যান শিশুটির মা মুক্তা খাতুন (৩০) ও বাবা আতহার আলী (৩৫)। মুক্তার শরীরের ৪৫ শতাংশ ও আতহারের শরীরের ৫৫ পুড়ে গিয়েছিল।
১৩ আগস্ট রাতে জুরাইনে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।