রুদ্ধশ্বাস অভিযানে ৯০০ ফুট উপরে ক্যাবল কারে আটকা শিশুদের উদ্ধার

চ্যানেল আই পাকিস্তান প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ১০:২০

টানা ১২ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি এলাকায় ভূপৃষ্ঠ থেকে ৯০০ ফুট উচ্চতায় ক্যাবল কারের তার ছিঁড়ে ঝুলতে থাকা ৬ শিশুসহ মোট আটজনের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ান জানিয়েছে, গতকাল (২২ আগস্ট) মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১ টার পর পাকিস্তানের সেনা কর্মকর্তারা স্কুল যাওয়ার পথে ক্যাবল কারে আটকে থাকা ৬ জন শিশু এবং ২ জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিসহ মোট ৮ জনকে সফলভাবে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আটকে থাকা সবাইকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও