বোতলের পানি: বাজার নিয়ন্ত্রণের ‘কমিশন কৌশলে’ ভোক্তার ক্ষতি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ০৯:২১

বোতলজাত পানি বিক্রির ক্ষেত্রে কিছু কোম্পানি বিক্রেতার কমিশন বাড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে। এই বাড়তি কমিশন ভোক্তার কাছ থেকে আদায় করতে বাড়িয়ে দেওয়া হয়েছে দাম।


কোনো কোনো ক্ষেত্রে বাড়তি দামের কিছুই পাচ্ছে না কোম্পানি, পুরোটাই যাচ্ছে বিক্রেতার পকেটে। তবু কোম্পানি দাম বাড়াচ্ছে এ কারণে যে, বাড়তি কমিশন পাওয়ার জন্য যেসব কোম্পানির পণ্যের দাম বেড়েছে, বিক্রেতারা সেসব কোম্পানির পণ্যই দোকানে রাখছেন। তাতে ক্রেতারা বাধ্য হচ্ছে সেগুলো কিনতে।


এভাবে ভোক্তাদের বাড়তি দাম পরিশোধে বাধ্য করা হচ্ছে পরোক্ষভাবে। আর পরোক্ষভাবে বাজার নিয়ন্ত্রণ করা হলেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা প্রতিযোগিতা কমিশন পদক্ষেপ নিচ্ছে না।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে একটি কোম্পানি একে ‘বিপণন কৌশল’ আখ্যা দিয়েছে। আরও কয়েকটি কোম্পানিকে এই কৌশল নিয়ে প্রশ্ন করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও