রওশন এরশাদের চেয়ারম্যান ঘোষণা করা বিজ্ঞপ্তি ভুয়া: গোলাম মসীহ

সমকাল প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ১৯:০২

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করা যে বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে তা ভুয়া। মঙ্গলবার সন্ধ্যায় সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ। 


সাবেক এই রাষ্ট্রদূত বলেন, বেগম রওশন এরশাদ এ বিজ্ঞপ্তির বিষয়ে কিছুই জানেন না। নিজেকে চেয়ারম্যান ঘোষণা তো প্রশ্নই আসে না। আমাদেরই কেউ কেউ অতি উৎসাহী হয়ে  ওই বিজ্ঞপ্তি ছড়িয়েছে। তাদের চিহ্নিত করে  ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যান ঘোষণা করতে পারেন না।


একটি প্রক্রিয়ার মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন করা হয়।এদিন সকালে আনুষ্ঠানিকভাবে রওশন এরশাদ দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।রওশন এরশাদের সই কর বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ এবং সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও