পুতিনের সঙ্গে সরাসরি কথা বলেছেন মাস্ক: দ্য নিউ ইয়র্কার
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলেছেন মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক। পেন্টাগন কর্মকর্তাদের সঙ্গে এক ফোনালাপের সময় এ তথ্য নিজেই জানিয়েছিলেন স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রতিষ্ঠান স্পেসএক্সের এই মালিক। সোমবার (২১ আগস্ট) দ্য নিউ ইয়র্কারের এক প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স যুদ্ধকবলিত ইউক্রেনের বাহিনীকে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। এই পরিষেবার ব্যাপারেই পেন্টাগন কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছিল মাস্কের।
গত অক্টোবরে, রাশিয়ার দখল করে নেওয়া জায়গাগুলোতে প্রবেশ করলে স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশনের স্টারলিংক পরিষেবার সংযোগ হারায় ইউক্রেনীয় বাহিনী। তখন এ বিষয়ে পেন্টাগনের তৎকালীন শীর্ষ কর্মকর্তা কলিন কাহলের সঙ্গে আলাপ হয় মাস্কের। সে সময় পুতিনের সঙ্গে সরাসরি কথা বলার এ তথ্যটি মাস্ক নিজেই তাকে দিয়েছিলেন।