চীনের মনিটর রফতানি ২ বছরের সর্বনিম্নে

বণিক বার্তা চীন প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ১১:৪০

২০২৩ সালের প্রথমার্ধে মনিটর রফতানিতে বড় অবনমন দেখতে পেয়েছে চীন। সম্প্রতি রুন্টো টেকনোলজি প্রকাশিত তথ্যসূত্রে এটি জানা গেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, বছরওয়ারি হিসেবে এ সময় দেশটির মনিটর রফতানি ২৪ দশমিক ২ শতাংশ কমে ৫ কোটি ৭৫ লাখ ইউনিটে নেমে এসেছে। খবর গিজমোচায়না।


রফতানি মূল্যতেও বড় ধরনের পতন হয়েছে, যা সার্বিক কার্যক্রমে বিরূপ প্রভাব ফেলেছে। ২০২২ সালের তুলনায় চলতি বছর মোট রফতানি ৩২ দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ৯৮৩ কোটি ইউয়ান বা ৬৮৪ কোটি ডলারে স্থিত হয়েছে। বিশেষ করে ফেব্রুয়ারিতে বাজার চাহিদা উল্লেখজনক হারে কমেছে। এ সময় রফতানির পরিমাণ ৭৩৪ কোটি ইউনিটে চলে আসে, যা দুই বছরের মধ্যে সর্বনিম্ন। তবে বছর এগোনোর সঙ্গে পুনরুদ্ধারের আশাও তৈরি হয়েছে। পূর্ব ইউরোপ ও চীনের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার কারণে এটি সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।


মার্চ থেকে জুন পর্যন্ত চীনের বাজার প্রবৃদ্ধির দেখা পেয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। তবে তা ২০২২ সালের একই সময়ের তুলনায় কম। উত্তর আমেরিকাতেই চীন মূলত মনিটর রফতানি করে। কিন্তু ২০২৩ সালের প্রথমার্ধে এ বাজারে বড় ধরনের অবনমন দেখা গেছে। মোট রফতানির ২৭ শতাংশ এ অঞ্চলকেন্দ্রিক। এখানে বছরওয়ারি হিসেবে রফতানি ৩৮ শতাংশ কমে ১ কোটি ৫৮ লাখ ইউনিটে নেমে এসেছে। এ বাজারে ৯১ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। যদিও দেশটি বছরওয়ারি হিসেবে ৩৯ দশমিক ৪ শতাংশ অবনমন দেখতে পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও