কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাড়িতে দুর্গন্ধ হলে দূর করবেন যেভাবে

দিনের বেলা কমলালেবু, পুদিনা বা ফুলের যেকোনো সুগন্ধি আপনাকে তরতাজা করে রাখবে। ল্যাভেন্ডার, ক্যামোমাইল, ইউক্যালিপটাস, দারুচিনি ও চন্দন রাতের সুগন্ধি হিসেবে মানানসই।

ঘর হলো শান্তির নীড়। দুর্গন্ধের কারণে সেই ঘরই হয়ে উঠতে পারে অশান্তির কারণ। কাজের ধরন আর অনুষঙ্গের ওপর নির্ভর করে একেক ঘরে একেক রকম দুর্গন্ধ হতে পারে। সেই দুর্গন্ধ দূর করে ঘরকে সুরভিত রাখার কৃত্রিম এবং প্রাকৃতিক বেশ কিছু উপায় আছে।

স্থাপত্যবিষয়ক প্রতিষ্ঠান মেটামরফিকের স্থপতি ফারাহ মৌমিতা জানান, ব্যবহার করা সহজ এবং সহজলভ্য বলে সবাই কমবেশি এয়ার ফ্রেশনার ব্যবহার করেন। কমলালেবু, লেবু, ফুল, পুদিনা ইত্যাদি সুবাসের এয়ার ফ্রেশনার পাওয়া যায়।

ঘরে সুগন্ধ ছড়াতে মোমবাতির ব্যবহারও হয়ে আসছে। গোলাপ, জুঁই, ল্যাভেন্ডার, লেবু, দারুচিনি গন্ধের মোমবাতি থেকে বেছে নিতে পারেন। দিনের বেলা কমলালেবু, পুদিনা বা ফুলের যেকোনো সুগন্ধি আপনাকে তরতাজা করে রাখবে। ল্যাভেন্ডার, ক্যামোমাইল, ইউক্যালিপটাস, দারুচিনি ও চন্দন রাতের সুগন্ধি হিসেবে মানানসই। ঘুমের জন্যও এই সুগন্ধিগুলো ভালো। আবার, বাড়িতে কোনো সময় রান্নার গন্ধ বা ভ্যাপসা গন্ধ দূর করতে ব্যবহার করতে পারেন ফরেস্ট মিস্ট্রি, জেসমিন বা ফুলের যেকোনো সুগন্ধিযুক্ত মোমবাতি।

মৌরি, জয়ফল, দারুচিনি, লবঙ্গ ইত্যাদির সঙ্গে কমলা ও লেবুর খোসা একটি পাত্রে পানি দিয়ে এক ঘণ্টা ফোটান। পানি বাষ্প হওয়ার সঙ্গে সঙ্গে রান্নাঘরে ছড়িয়ে পড়বে সুগন্ধ। তরলটি ঠান্ডা হয়ে এলে স্প্রের বোতলে ভরে প্রয়োজনমতো যেকোনো সময়ে ব্যবহার করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন