থর্মো-নিউক্লিয়ার যুদ্ধের সম্ভাবনা

বার্তা২৪ উত্তর কোরিয়া প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ০৮:৫০

মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বার্ষিক সামরিক মহড়ায় আজ মঙ্গলবার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। ক্যাম্প ডেভিডে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের নেতাদের মধ্যে সম্পর্ক গভীর করার জন্য সাম্প্রতিক ত্রিপক্ষীয় চুক্তিকে একটি "থার্মো-নিউক্লিয়ার যুদ্ধের” সম্ভাবনা বলে সতর্ক করেছে।


দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল (২১ আগস্ট) উলচি ফ্রিডম শিল্ড গ্রীষ্মের মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র হুমকিতে তাদের যৌথ প্রতিক্রিয়া বাড়ানোর লক্ষ্যে মহড়ার ডিজাইন করা হয়েছে। পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে এই মহড়াকে যুদ্ধের মহড়া বলে নিন্দা করে আসছে।


কেসিএনএ বার্তা সংস্থার দ্বারা পরিচালিত একটি মন্তব্যে উত্তর কোরিয়া বলেছে, শুক্রবার ক্যাম্প ডেভিড প্রেসিডেন্ট রিট্রিটে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই চুক্তিকে "পারমাণবিক যুদ্ধের উস্কানি" বলে আখ্যায়িত করে উত্তর কোরিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও