আগুনে পোড়া ফেরারি গাড়ির দাম ২০ লাখ ডলার

বাংলা ট্রিবিউন আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ০৭:৪৮

একটি ফেরারি রেসিং কার আগুনে পুড়েছিল। সেই পোড়া গাড়ি যুক্তরাষ্ট্রে নিলামে বিক্রি হয়েছে। ১৯৫৪ সালে তৈরি পোড়া ফেরারির গাড়িটির দাম নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ মার্কিন ডলারে।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।


১৯৬০-এর দশকে একটি রেসের সময় আগুন ধরেছিল এই গাড়িতে। তারপর কয়েক দশক এটি স্পর্শ করা হয়নি। ফেরারির প্রথম রেসিং ড্রাইভার ফ্রাঙ্কো কর্টেস এটি চালিয়েছিলেন।


১৯৫৪ গাড়িটির মডেল ছিল ৫০০ মন্ডিয়াল স্পাইডার সিরিজ ১। পিনিন ফারিনা এই গাড়ির ডিজাইন করেছিলেন। এই ডিজাইনের গাড়ি মাত্র ১৩টি তৈরি করা হয়েছিল। গাড়িটি একাধিকবার বিধ্বস্ত ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও