You have reached your daily news limit

Please log in to continue


কারা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

ঢাকায় কারা কর্তৃপক্ষের হেফাজতে আবুল বাশার (৩৬) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তাঁকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মালিবাগ ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকায় বিএনপির মহাসমাবেশের এক দিন আগে ২৬ জুলাই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কারা কর্তৃপক্ষ দাবি করছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে পরিবার বলছে, তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। হঠাৎ তাঁর মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। 

মৃত বাশারের স্ত্রী সোমা বেগম হাসপাতালে জানান, পশ্চিম মালিবাগের সাফেনা হাসপাতালের পাশ থেকে গত ২৬ জুলাই সন্ধ্যায় বাশারকে আটক করে পুলিশ। বিএনপির সমাবেশ উপলক্ষে তখন ধরপাকড় চলছিল। আরও অনেকের সঙ্গে তাঁকেও আটক করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। গতকাল দুপুরে স্বামীর ব্রেন স্ট্রোকের খবর পান তিনি। এরপর হাসপাতালে এসে দেখেন তাঁর স্বামী বেঁচে নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন