40 বার ট্রাফিক আইন ভেঙে অবশেষে পাকড়াও, মেটাতে হল সমস্ত বকেয়া! বাইক চালকের কাণ্ডে হতবাক নেটপাড়া

eisamay.com প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ১৬:২৫

বার বার ভেঙেছেন ট্রাফিক আইন। একবার, দু'বার কিংবা তিনবার নয়, এক্কেবারে 40 বার। একাধিকবার কাটা হয়েছিল চালানও। কিন্তু প্রতিবারই নানান অজুহাতে দেন ফাঁকি। কিন্তু শেষ পর্যন্ত সেই যুবককে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। 40 টি মামলার 12 হাজার টাকা জরিমানা দিতে হয় বাইক আরোহীকে। সম্প্রতি এমনই এক ঘটনা ছড়িয়ে পড়েছে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।


ট্রাফিক আইন ভাঙার ঘটনা নতুন কিছু নয়। বিশেষ করে বাইক আরোহীদের মধ্য়ে এই প্রবণতা বেশি দেখা যায়। কিন্তু তাই বলে ট্রাফিক আইন ভাঙার জন্য 40 টি মামলা! শুনতে অদ্ভূত লাগলেও এক যুবককের সেই কাণ্ডই যে অবাক করেছে সকলকে। যদিও শেষমেষ ওই বাইক আরোহীকে সমস্ত চালানের টাকা দিতে হয়। সম্প্রতি নেটদুনিয়ায় ঘটনাটিকে ঘিরে বেশ চর্চা শুরু হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও