![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2023%2F08%2F21%2F-9b8456848886f78afca20a4bcf00abe1.jpg%3Fjadewits_media_id%3D874616)
সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেলো মা-মেয়ের
সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলংয়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিদগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন ওই পরিবারের চার জন।
রবিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার দোকান ও বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।
মারা যাওয়া দুজন হলেন- ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও মেয়ে সুমাইয়া আক্তার (১৩)। অগ্নিদগ্ধ হয়ে ইয়াকুব মিয়া, তার মা এবং দুই সন্তান জুবাইর ও জুনাইদ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।