ভোটের আগে রাজপথের কৌশল পাল্টাচ্ছে আওয়ামী লীগ

প্রথম আলো প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ১০:৩৩

বিএনপির কর্মসূচিতে ‘সতর্ক পাহারার’ নামে পাল্টা কর্মসূচি রেখে রাজপথে অবস্থানের যে কৌশল নিয়েছিল আওয়ামী লীগ, সেই কৌশল পাল্টাচ্ছে ক্ষমতাসীনেরা। দলটি এখন সরাসরি পাল্টা কর্মসূচি দেওয়ার চেয়ে নিজেরা বড় জমায়েতের সমাবেশ করার ব্যাপারে জোর দিচ্ছে।


মূলত নির্বাচনী আমেজ আনার লক্ষ্য থেকে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে ঢাকাসহ সারা দেশে বেশ কিছু বড় জমায়েত করবে দলটি। এসব সমাবেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে বক্তব্য দেবেন। আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে তাদের এমন কৌশলের কথা জানা গেছে।


জাতীয় নির্বাচনের আগে ঢাকায় মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ (উড়ালসড়ক) বড় কিছু উন্নয়ন প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। এসব প্রকল্পের উদ্বোধনকে ঘিরে সুধী সমাবেশ বা সমাবেশে বড় জমায়েত করার পরিকল্পনা করেছে ক্ষমতাসীন দল। এসব সমাবেশের সাজসজ্জা, ব্যানার ও নেতা-কর্মীদের অংশগ্রহণে নির্বাচনী আমেজ আনার চেষ্টা থাকবে। এ ছাড়া দলের পক্ষ থেকে ঢাকাসহ বড় শহরগুলোতে রাজনৈতিক সমাবেশ বা জনসভা করা হবে বলে আওয়ামী লীগের সূত্রগুলো বলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও