কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পেঁয়াজে ভারতের শুল্কারোপ: খুচরায় বাড়ছে, পাইকারিতে আগের দরই

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩, ২৩:০৭

আগে থেকেই তেঁতে থাকা পেঁয়াজের বাজারে নতুন করে অস্থিরতা বয়ে এনেছে এই নিত্যপণ্য রপ্তানিতে ভারতের শুল্কারোপের খবর।


ঢাকায় আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা এ নিয়ে রপ্তানিকারকদের সঙ্গে আলোচনা শুরুর কথা জানালেও খুচরায় একেক দোকানে ইচ্ছেমত দাম বাড়ানো হচ্ছে; ক্রেতাদেরও কেনার সময় দাম বেড়ে যাওয়ার বিয়ষটি বিবেচনায় নিতে দেখা যাচ্ছে।


রোববার ঢাকার কারওয়ান বাজারসহ আরও কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ২৪ ঘণ্টার ব্যবধানে দেশি ও ভারত থেকে আমদানি উভয় ধরনের পেঁয়াজের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।


দোকানিদের সঙ্গে কথা বলে দেখা গেছে, পেঁয়াজ রপ্তানিতে শনিবার ভারতের ৪০ শতাংশ শুল্ক আরোপের খবরের এক দিনের মধ্যে খুচরায় দর বেড়ে যাওয়া অস্থিরতা বাড়িয়েছে বাজারে। বাজার কোন দিকে যাবে তা নিয়েও কথা বলছেন তারা।


এদিকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আশা করছেন ভারতের শুল্কারোপের তেমন প্রভাব পেঁয়াজের দামে পড়বে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও