কোন রাউটার কিনবেন— ওয়াইফাই ৫ নাকি ওয়াইফাই ৬
ডিজিটাল যুগের সঙ্গে তাল মেলাতে প্রয়োজন ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকা। দ্রুত গতির ইন্টারনেট সেবার জন্য ধাপে ধাপে ওয়াইফাই প্রযুক্তির অনেক উন্নয়ন হয়েছে; ওয়াইফাই ৫ এর পর এবার এসেছে ওয়াইফাই ৬। এই দুই ভার্সনের সুবিধা-অসুবিধা তুলে ধরেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিহ্যাকস ডটকম।
ওয়াইফাই ৫–এর পেছনের গল্প
একটা সময়ে ইন্টারনেট বাফারিং খুব সাধারণ বিষয় ছিল। এই সময়ে পঞ্চম প্রজন্মের ওয়াইফাই ৫ (৮০২ দশমিক ১১ এসি) প্রযুক্তি বাজারে আসে। এই প্রযুক্তি ব্যবহারে মানুষের আগ্রহ বেড়ে যায়। আগের ওয়াইফাইগুলোর তুলনায় এর গতি ও কভারেজ বেশি। ডিজিটাল বিপ্লবের প্রাথমিক পর্যায়ে ওয়াইফাই ৫ কার্যকারী ভূমিকা পালন করে। এর সর্বোচ্চ গতি ৩ দশমিক ৫ জিবিপিএস ও এটিতে একাধিক ডিভাইস একসঙ্গে যুক্ত করা যায়। এই প্রযুক্তি গেম স্ট্রিমিং থেকে শুরু করে ঘরে থেকে কাজ করার সুযোগ করে দিয়েছে। প্রযুক্তির বিকাশের সঙ্গে সবার বেশি গতির ইন্টারনেটের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। তাই ওয়াইফাই ৫ থেকে ওয়াইফাই ৬–এ পরিবর্তনের সময় এসে গেছে।