মণিপুরে তিন কুকি গ্রামরক্ষীকে হত্যা

বার্তা২৪ মণিপুর প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩, ১৮:৩৭

ভারতের মণিপুর রাজ্যে ফের সহিংসতার খবর পাওয়া গেছে। সেখানকার চূড়াচন্দ্রপুরে কুকি উপজাতি সম্প্রদায়ের তিন গ্রামরক্ষীকে শুক্রবার (১৮ আগস্ট) সকালে হত্যা করা হয়েছে। এরপরই সেখানে বিএসএফের পাহারা বসানোর কথা বলা হয়েছে।


এই ঘটনার পরেই জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। কোথায় সেই সশস্ত্র দুষ্কৃতীরা লুকিয়ে রয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তবে, এখনো পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।


হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মণিপুরে শান্তি প্রতিষ্ঠার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছিল। কিন্তু, আচমকাই ছন্দপতন। ১৩ দিন পর আবার সহিংসতার সাক্ষী হলো রাজ্যটি। সব মিলিয়ে, মণিপুরে এখন পর্যন্ত ১৫৫ জন নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৫০ হাজার মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও