নিষিদ্ধ হয়ে অনুশোচনা নেই হারমানপ্রীতের
সমকাল
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩, ১৭:৩৩
আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ভারতের নারী ক্রিকেট ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কাউর। এশিয়ান গেমসের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে এসে আচরণবিধি ভঙ্গ করেন ভারতের মিডল অর্ডার ব্যাটার হারমান। লেগ বিফোর আউট হওয়ায় ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন তিনি।
মাঠে থাকা আম্পায়ারকে কটাক্ষ করে রাগে গজগজ করতে করতে মাঠ ছাড়েন এই নারী ক্রিকেটার। এরপর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আম্পায়ারিং পক্ষপাতদুষ্ট হয়েছে বলে অভিযোগ তোলেন।
পরে ম্যাচ রেফারি তাকে আচরণবিধি ভঙ্গের দায়ে ডি মেরিট পয়েন্ট দিয়ে তাকে নিষিদ্ধ করে। বিষয়টি নিয়ে কোন আক্ষেপ নেই বলে ভারতের সংবাদ মাধ্যম দ্য ক্রিকেট পেপারকে সাক্ষাৎকারে বলেছেন হারমানপ্রীত।