You have reached your daily news limit

Please log in to continue


পাথরঘাটায় ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি জব্দ

বরগুনার পাথরঘাটার নতুন বাজার সংলগ্ন খালের পাড়ে অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি জব্দ করেছে কোস্টগার্ড।  

রোববার (২০ আগস্ট) দুপুরের দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকা থেকে এ শুঁটকি হাঙর জব্দ করা হয়।

জব্দকৃত হাঙর সরকারি গেজেট অনুযায়ী ২৫০০ টাকা কেজি হিসেবে ২০ হাজার কেজির মূল্য ৫ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বলেন, পাথরঘাটা পৌরসভার নতুন বাজার খাল সংলগ্ন একটি শুঁটকি পল্লিতে হাঙর শুকানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মাসুদুর রহমানের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টার দিকে ওই শুঁটকি পল্লিতে অভিযান পরিচালনাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকজন পালিয়ে যায়। এ সময় শুকানো অবস্থায় ২০ হাজার কেজি হাঙর জব্দ করা হয়। যা সরকারি গেজেট অনুযায়ী ২৫০০ টাকা কেজি হিসেবে ২০ হাজার কেজির মূল্য ৫ কোটি টাকা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন