কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জ্বরে শিশুর খিঁচুনি কতটা ভয়ের

প্রথম আলো প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩, ১৪:৩২

শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার নানা কারণ আছে। কিছু শিশুর ক্ষেত্রে শরীরের তাপমাত্রা বাড়লে খিঁচুনি শুরু হয়। জেনে নেওয়া যাক, জ্বরে খিঁচুনি কেন হয়, হলে কী করবেন।


সাধারণত ৩ মাস থেকে ৬ বছর বয়সী শিশুদের জ্বরের প্রথম দিন এই খিঁচুনি হতে পারে। টিকা দেওয়ার পর জ্বর হলেও এই খিঁচুনির সম্ভাবনা আছে। পরিবারের বাবা-মা, ভাই-বোন অথবা নিকটাত্মীয় কারও জ্বরজনিত খিঁচুনির ইতিহাস থাকলে এই সম্ভাবনা আরও বেড়ে যায়। শিশুর প্রথমবার জ্বরের সঙ্গে খিঁচুনি হলে পরে প্রতিবার জ্বর এলে খিঁচুনির ঝুঁকি থাকে।


লক্ষণ কী


হঠাৎ করে শিশুর হাত-পা বাঁকা হয়ে যেতে পারে, শিশু চোখ উল্টে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে পারে, দাঁতে দাঁত লেগে যেতে পারে, মুখ থেকে ফেনা আসতে পারে।


সাধারণত জ্বর খিঁচুনিতে একবারই খিঁচুনি হয়। এই খিঁচুনি কয়েক মিনিট স্থায়ী হতে পারে। খিঁচুনির পর শিশু আবার স্বাভাবিক হয়ে যায় অথবা ঘুমিয়ে যেতে পারে। শিশুর স্বাভাবিক বিকাশ এতে ব্যাহত হয় না।


করণীয় কী



  • আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে।

  • শিশুকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। আঁটসাঁট পোশাক থাকলে খুলে দিতে হবে।

  • একপাশে কাত করে শুইয়ে দিতে হবে। দাঁতের ফাঁকে চামচ বা অন্য কিছু দেওয়া যাবে না।

  • মুখে খাবার, পানি বা ওষুধ দেওয়া যাবে না।

  • দ্রুত জ্বর কমানোর ব্যবস্থা করতে হবে। প্যারাসিটামল ও সাপোজিটরি দেওয়া যায়।

  • কুসুম গরম পানি দিয়ে শরীর মুছে দিতে হবে। বেশি জ্বর হলে মাথায় পানি দিতে হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও