কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শত শত কুমিরের মধ্যে ছুটে চলেছে ছোট নৌকা

প্রথম আলো প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩, ০৯:০১

এ যেন শত শত কুমিরের মেলা। জলডুব খেলতে তারা একত্র হয়েছে। সরু নদীর দুই পাশ ঘাস-জংলায় ভরা। গা–ছমছমে এমন পরিবেশে একজন নৌকায় করে নদীর মাঝখান দিয়ে যাচ্ছেন! চোখ বন্ধ করে দৃশ্যটা একটু ভাবুন তো। কেমন লাগে? নিশ্চয় গা শিউরে উঠছে।


এমনই এক ভিডিওর সাক্ষী এখন নেটিজেনরা। বিশেষ করে টুইটার ব্যবহারকারীদের মধ্যে বিষয়টি তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনাটি কবেকার ও কোথাকার—তা এখনো প্রকাশ না পেলেও ভিডিও যাঁরা শেয়ার করছেন, তাঁদের অনেকেই পরিচিত। সিসিটিভি নামের একটি টুইটার হ্যান্ডল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে গত বুধবার। এরপর বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ পেতে থাকে।


১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ইঞ্জিনচালিত ছোট্ট একটি স্টিলের নৌকা দ্রুতগতিতে এগিয়ে চলছে। আর এর শব্দে শত শত কুমির পানি ছেড়ে তীরের দিকে ছুটছে। কুমিরগুলো বড় আকারের—কালো, মোটা ও লম্বা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে