মিসরে পড়ালেখার দরজা সবার জন্য খোলা, জেনে নিন বৃত্তি ও অন্যান্য সুযোগের খবর
মিসরে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এক রকম। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আরেক রকম। বেশির ভাগ শিক্ষার্থী অবশ্য আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্যই আসেন। প্রতিবছর এই বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১২টি শিক্ষাবৃত্তি দেয়। নিজ খরচেও কেউ কেউ পড়তে আসেন। সে ক্ষেত্রে ব্যক্তিগতভাবে মিসরে এসে আল-আজহারে ভর্তি সম্পন্ন করতে হয়, তারপর স্টুডেন্ট ভিসা পাওয়া যায়। আবার এই শিক্ষার্থীরা আবেদন করলে সাধারণত এক-দুই বছরের মধ্যে বৃত্তি পেয়ে যান।
আল-আজহারে বৃত্তির আওতায় শিক্ষার্থীরা নগদ ২ হাজার ৫০০ মিসরীয় পাউন্ড, টিউশন ফি, থাকা-খাওয়া, দেশে আসা-যাওয়ার বিমানের টিকিট, মিসরের দর্শনীয় স্থানে ভ্রমণসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পান। বাংলাদেশের আলিয়া মাদ্রাসার আলিম ও ঢাকার উত্তরায় অবস্থিত দারুল আরকাম আল-ইসলামিয়া (কওমি) মাদ্রাসার উচ্চমাধ্যমিক (সানুবিয়াহ) সনদের সঙ্গে আল-আজহারের উচ্চমাধ্যমিক (সানুবিয়াহ) সনদের মুআদালা (সমমান চুক্তি) আছে। তাই এই দুই ধরনের সনদধারী বাংলাদেশি শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্নাতকে সরাসরি ভর্তি হতে পারেন।
- ট্যাগ:
- লাইফ
- মিশর
- উচ্চশিক্ষা