কঠোর সতর্কবার্তা দিয়ে তাইওয়ান ঘিরে চীনা সামরিক মহড়া

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩, ১৭:১৬

জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। তা ছাড়া তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু করেছে দেশটি।


আল জাজিরা জানিয়েছে, শনিবার (১৯ আগস্ট) চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ানকে ঘিরে তাদের মহড়া শুরু করে। এক বিবৃতিতে পিএলএর ইস্টার্ন থিয়েটার কমান্ড এ তথ্য নিশ্চিত করে।


বিবৃতিতে বলা হয়েছে, নৌ ও আকাশ পথ ব্যবহার করে তাইওয়ানের চারপাশ দিয়ে সামরিক মহড়া শুরু করা হয়েছে।


চীনের সামরিক মুখপাত্র শি ই এ মহড়ার উদ্দেশ্য সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেন, আকাশ ও সমুদ্রপথে নিয়ন্ত্রণ দখল করা ও বাস্তব যুদ্ধের পরিস্থিতিতে লড়াইয়ের সক্ষমতা পরীক্ষা করতে পিএলএ সামরিক মহড়া শুরু করেছে। তাছাড়া এটি তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী ও তাদের বিদেশি উসকানিদাতাদের জন্য একটি কঠোর সতর্কবার্তা।


খবরে আরও বলা হয়, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে প্যারাগুয়ে সফর করেছেন। এ সফরে তিনি যাত্রা বিরতি নেন যুক্তরাষ্ট্রে। এ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। কারণ, চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানের প্রতিরক্ষা খাত জোরদারে সহায়তা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও